১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

0
976
blank
blank

ঢাকা: আদালতে বিচারকদের নিয়োগ, বদলী ও পদোন্নতিসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে সংবিধানের ৯৫ অনুচ্ছেদেরও চ্যালেঞ্জ করা হয়। আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদসচিব, আইনসচিব, সংসদ সচিবালয় সচিবকে বিবাদী করা হয়েছে। এতে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ প্রতিস্থাপনের আবেদন করা হয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ ৯ বছর পূর্তি উপলক্ষে এক বাণী দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ওই বাণীতে তিনি বলেন, দ্বৈত শাসনের ফলে বহু জেলায় বিচারক নিয়োগ করা যাচ্ছে না। বিচারকার্যে বিঘ্ন ঘটছে। যা বিচারকার্যে ধীরগতির অন্যতম কারণ। একই সঙ্গে প্রধান বিচারপতি তার বাণীতে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদের পুনঃপ্রবর্তন চান। প্রধান বিচারপতির এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন আইনমন্ত্রী। এর প্রেক্ষিতে ইউসুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।