১৩ দিন বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

0
559
blank
blank

লালমনিরহাট : এলোপাথাড়ি গুলি করে হত্যার ১৩ দিন পর বাংলাদেশি যুবক মোহাম্মদ বাবুল মিয়ার (২২) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

মঙ্গলবার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পানবাড়ি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে নিহত বাবুল মিয়ার লাশ বিএসএফ হস্তান্তর করে বলে জানা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও (এ রিপোর্ট লেখা পর্যন্ত) নিশ্চিত করা হয়নি।

আজ বিকেলে লাশ ফেরত দিবে বলে জানিয়েছিলেন ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান। তিনি জানিয়েছিলেন, ‘ থানা পুলিশ ও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে- সোমবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পানবাড়ি সীমান্তে বাবুল মিয়ার লাশ এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে বিজিবি গ্রহণ করবে।’