৩০ ডিসেম্বর গণতন্ত্রের কবর রচনা হয়েছে: ড. কামাল

0
576
blank
blank

নিজস্ব প্রতিবেদক: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে জনগণই রক্ষা করবে। ৩০ ডিসেম্বরের কলংকিত তথাকথিত সংসদ নির্বাচন গণতন্ত্রের কবর রচনা করেছে। শনিবার দলের কার্যালয়ে গণফোরামের সভাপতি পরিষদের সভায় সভাপতির ভাষনে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণতন্ত্র পুনঃরুদ্ধার, আইনের শাসন কায়েম এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় ও জোরদার করতে হবে। জনগণ বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য সচেষ্ট। এই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।সভায় আরো বক্তব্য রাখেন মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, এডভোকেট সুব্রত চৌধুরী, এডভোকেট এস.এম. আলতাফ হোসেন, মোকাব্বির খান, এডভোকেট শান্তিপদ ঘোষ, এডভোকেট তবারক হোসেইন, এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আ.ও.ম. শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আবু সাইয়িদ, মেজর জেনারেল অব. আমসাআ আমিন, ইঞ্জিনিয়ার সিরাজুল হক। সভায় এক সিদ্ধান্তে আগামী ২৭ এপ্রিল শনিবার কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ নির্ধারিত হয়। সভাপতি পরিষদ সদস্যদের নেতৃত্বে কাউন্সিলের পূর্বেই জেলা সম্মেলন ও সফরসূচী সম্পন্ন করা হবে।