৫ উইকেটে সহজ জয় ভারতের

0
845
blank
blank

স্পোর্টস ডেস্ক: ২৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পেল ভারত। বিরাট কোহলি খেলেন ৫১ বলে ৫৯ রানের ম্যাচজয়ী ইনিংস। যুবরাজ সিং অপরাজিত থাকেন ১৪ রানে। ইনিংসের একবারে প্রথম বলে কট বিহাইন্ডের জোরালো আবেদন থেকে রক্ষা পান রোহিত শর্মা। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের দ্বিতীয় বলে এলবিডব্লিউ ফাঁদে পড়লেন ভারতীয় এ ওপেনার। আর চতুর্থ বলে ফের সাফল্য পেলেন আমির। এবার তার এলবিডব্লিউর শিকার ভারতের সবচেয়ে সফল ব্যাটসম্যান বিরাট কোহলি।  এর আগে ১৫ বল হাতে রেখেই গুঁড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস।
৭.১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩৫/৫। উইকেট দিয়ে সাজঘরে  ফেরেন মোহাম্মদ হাফিজ, সারজিল খান, খুররম মঞ্জুর, শোয়েব মালিক ও উমর আকমল । এ সময় অধিনায়কের শিহিদ আফ্রিদির দিচে নজর ছিল পাকিস্তানের ক্রিকেট ভক্তদের। তবে আফ্রিদিও পারলেন না। বাজে রানআউটে উইকেট খোয়ালেন পাকিস্তান অধিনায়ক। পাকিস্তানের দুই রানআউটের পেছনেই ভারতের নায়ক বিরাট কোহলি। ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪৮/৬-এ। বল হাতে প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দিলেন আশীর্ষ নেহরা। ভারতীয় এ পেস তারকার ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ। ২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫/১। শনিবার মিরপুর শেরে বাংলা মাঠে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে  টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারত একাদশে ওপেনার শিখর ধাওয়ানের বদলে জায়গা নিয়েছেন আজিঙ্কা রাহানে।