৫ জানুয়ারির মতো নির্বাচন আর হবে না: মান্না

0
474
blank
blank

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশের মানুষের অবস্থা সরকার ভালো করেই জানে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে কী হবে সেটাও তারা জানে। এ কারণে সরকার ফের ৫ জানুয়ারির ফোর টোয়েন্টি মার্কা নির্বাচন করতে চাচ্ছে। এ ধরনের কোনো নির্বাচন আর বাংলাদেশে হবে না।’

গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্য আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘ইলেকট্রিক পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর সাইফুর রহমান পিএইচডি। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, এস এম আকরাম, বিডি রহমাতুল্লাহ, ড. এ হাছিব চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

মাহমুদুর রহমান মান্না আরো বলেন, আমাদের দেশের শিক্ষিতদের এমন অবস্থা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও প্রধানমন্ত্রীর পিএ হতে চান। আসলে এ দেশের মানুষ যেমন বীর সাহসী, তোষামোদিতেও তেমনি ফার্স্ট। যে স্যাটেলাইট বানালেন না, ধরলেন না, পাঠালেনও না; অথচ সব নাম হলো তার। সমুদ্রসীমা জয়ের কৃতিত্বও ছাড়েন না তিনি। এ সরকারের শীর্ষ ব্যক্তিরা ভারতে গেলেন কিন্তু তিস্তার বিষয়ে কোনো কথা বললেন না। মান্না অবিলম্বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ‘নিউক্লিয়ার্স পাওয়ার প্ল্যান্ট হচ্ছে গণহত্যার ট্র্যাপ। সুতরাং এটা বন্ধ করতে হবে।’