৮০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ইইউ

0
764
blank

স্টাফ রিপোর্টার: ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বসবাসরত ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাদের ফেরত পাঠানোসহ এ-সংক্রান্ত অন্যান্য কার্যক্রমে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে ইইউ। সোমবার বিকেলে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান লেফরারের নেতৃত্বে প্রতিনিধিরা আসাদুজ্জামান খাঁন কামালের সাথে সাক্ষাৎ করেন। এসময় ইইউ প্রতিনিধিদল এসব বিষয় উত্থাপন করে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রতিনিধিদল আমাকে জানিয়েছে যে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে মোট আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছে। এর মধ্যে ৮০ হাজার অবৈধভাবে বসবাস করছে। এরা ওই সব দেশে আইনগতভাবেই চেষ্টা করেছে। তাদেরকে পর্যাপ্ত আইনি সহায়তা দেওয়া হয়েছে। তাদের সব ধরনের প্রচেষ্টা শেষ হয়েছে। এখন তাদের ফেরত পাঠানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিনিধদল আমাদের মূলত এই ৮০ হাজার বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর বিষয়টি অবগত করার জন্যই এসেছে। তারা এ বিষয়ে আমাদের সহযোগিতা চেয়েছে।