Home বিভাগীয় সংবাদ বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০: আহত ২৫

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০: আহত ২৫

516
0

 

রাজশাহী: বগুড়া শেরপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত ১০ জনের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো দিনাজপুর সদরের মিস্ত্রিপাড়ার আব্দুল আজিজের পুত্র পারভেজ আলম (৩৭), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জোগাবাড়িয়া গ্রামের আব্দুল মালেকের পুত্র ভোলা মিয়া (৪২), বাসচালক দিনাজপুর জেলার নবাবগঞ্জের তপনঘাট এলাকার হাফিজ উদ্দিনের পুত্র শামিম (৪০), দিনাজপুর সদরের নুরুল ইসলামের পুত্র নাজমুল সরকার (৪০) ও রংপুরের মিঠাপুকুর গোপালপুর চৌধুরীপাড়ার খলিলুর রহমানের পুত্র বেনজির রহমান (৩৫) বাকি ৫ জনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

Previous articleজগন্নাথপুরে ইউনিয়ন নির্বাচনে যে কারণে বিএনপির বিপর্যয়
Next articleনার্সিং ইনিস্টিটিউটের সামনে আন্দোলনরত নার্সদের অবস্থান