Home আইন আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিশিষ্ট ১৪ নাগরিক

আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিশিষ্ট ১৪ নাগরিক

412
0

Tribunal 01

ঢাকা: আদালত অবমাননার অভিযোগে ব্রিটিশ সাংবাদিক বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়ায় শাহদিন মালিক সহ বিশিষ্ট ১৪ নাগরিক আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
মঙ্গলবার তারা তাদের আইনজীবির মাধ্যমে নিঃশর্ত ক্ষমার লিখিত আবেদন ট্রাইব্যুনালের রেজিস্টারের কার্যালয়ে জমা দেন।
শাহদিন মালিক ছাড়া বাকিরা হলেন, টিআইবির চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন আহমেদ, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধুরী, ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক আমেনা মহসিন, নাইলা খান, শাহনাজ হুদা, সৈয়দা রেজওয়ানা হাসান, আসিফ নজরুল, জাকির হোসেন,অরুপা রাহি, শাহিনা আক্তার এবং এলিজা দেওয়ান।
এর মধ্যে শাহদিন মালিক ও হাফিজুদ্দিনের পক্ষে আবেদন জমা দিয়েছেন এডভোকেট শামসুল হক এবং বাকি ১২ জনের পক্ষে আবেদন জমা দিয়েছেন ব্যারিস্টার জোতির্ময় বড়–য়া। এছাড়া ২৫ জন বিশিষ্ট নাগরিক সময়ের আবেদন করলে দেশে অবস্থানরত ১৪ জনের আবেদন আমলে নেয়া হয়ে। আর বাকি ১১জন দেশের বাইরে থাকায় আবেদন আমলে না নিয়ে যথাযথ পক্রিয়ায় আবেদন করতে বলা হয়েছে।। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধর্য্য করেছেন বিচারপতি ওবায়দুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

Previous articleঅপহরণের ৬ দিন পর বৃটিশ তরুনী উদ্ধার, অপহরণকারী জেল হাজতে
Next articleজগন্নাথপুরে ২ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন