Wednesday, January 17, 2024

মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে নিহত ২

0
blank

নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে ২ নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৭ জন। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জাফর আহম্মেদ জানান, রবিবার সকাল সাড়ে ৬ টায় সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি নতুন শিকারপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (নসিমম করিমন) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির ২ জন নিহত হয়। এছাড়া বাসের ৬/৭ জন যাত্রী আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। বাস ও ট্রলি জব্দ করেছে পুলিশ।

জগন্নাথপুরে মোহাম্মদ গিয়াস উদ্দিন ও হাসান আলী কে সংবর্ধনা

0
blank

তৈয়বুর রহমান, জগন্নাথপুর: সুনামগঞ্জের জগন্নাথপুরের জগন্নাথপুর পৌর শহরের দক্ষিণ হবিবপুর হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন ও হাসান আলী কে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার ২৩ ডিসেম্বর বাদ আসর মাদ্রাসার মিলনায়তনে অত্র মাদ্রাসার হিফজ শিক্ষক হাফিজ ফজলুল হক এর পরিচালনায় আলহাজ্ব মো: মর্তুজা আলী এর সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সেক্রেটারি কাউন্সিলর কামাল হোসাইন, মাদ্রাসা মসজিদের মোতাওয়াল্লী ফিরুজ আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী দিলু মিয়া, বিশিষ্ট মুরুব্বি আবুল খয়ের,মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহি উদ্দিন মিসবা,মাস্টার নুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন হাজী আছকির আলী, করিম মিয়া, মান উল্লা জাহির, ওয়াব আলী, তাহির উল্লা, আব্দুল নূর, আমান উল্লাহ, আব্দুল মুহিত শিশু, জামাল হোসেন আতাউর রহমান, মাদ্রাসা হিফজ শিক্ষক হাফিজ আনোয়ার হোসেন, হাফিজ জয়নাল আবেদীন, হাফিজ লায়েছ আহমদসহ গ্রামের মুরুব্বিয়ান,তরুন, যুবক, ছাত্রবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ।

এ সময় সংবর্ধিত অতিথি হবিবপুর দক্ষিণ পাড়ার কবরস্থানের মাটি ভরাট, অত্র মাদ্রাসার উন্নয়নমূলক কাজে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

১৫ বছরে ব্যাংক খাতে লোপাট ৯২ হাজার কোটি টাকা

0
blank

অর্থনৈতিক ডেস্ক: ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে ব্যাংকিং খাত থেকে বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৩-২৪ : চলমান সঙ্কট ও করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নাম দিয়ে ঋণ, অর্থ লোপাটসহ নানান ধরনের আর্থিক অনিয়ম হয়েছে। সেগুলো সংবাদ মাধ্যমে আসে। এগুলোকে কম্পাইল করে ২০০৮-২০২৩ সাল পর্যন্ত গণমাধ্যমে ২৪টি ঘটনা প্রকাশ পেয়েছে। এসব ঘটনায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে।

তিনি বলেন, বিশাল এই অর্থ দিয়ে কী হতে পারে সেটা আপনারা হিসেব করতে পারেন। আপনারা হিসেব করতে পারেন আমাদের রাজস্ব ঘাটতি কত? সামাজিক নিরাপত্তা খাতে কত ব্যয় হচ্ছে? শিক্ষা-স্বাস্থ্য খাতে কত ব্যয় করছি? এই পরিমাণ দিয়ে আমরা কী করতে পারতাম?

ব্যাংকিং খাতে নিয়মকানুন বাস্তবায়ন ও সংস্কার একেবারেই জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এ টাকা আত্মসাৎ হচ্ছে, অপচয় হচ্ছে। ব্যাংকে যে টাকা, সেটি জনগণের টাকা। সেটা কিভাবে ব্যয় হচ্ছে তা চিন্তার বিষয়।

কারচুপির চেষ্টা হলে ভোট বন্ধ করে দেয়া হবে: সিইসি

0
blank

বরিশাল: প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করার দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হয়েছে। একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট বন্ধ করে দেয়া হবে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলছে, আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদের। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করতে চাই। শনিবার সকালে বরিশালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ভোটের মাঠে অনিয়ম করতেই হবে, এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে সিইসি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে।

ঢাকায় জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

0
blank

ঢাকা: নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত এবং নির্বাচন প্রত্যাখ্যানের দাবিতে ঢাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াত। শনিবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এর মধ্যে উত্তরে বাড্ডা, শেওড়াপাড়া, গুলশান, মোহাম্মদপুর, মগবাজার, তেজগাঁও, মোহাম্মদপুর অঞ্চলের বাবরী মসজিদ, আজিজ খান, জাফরাবাদ রোডসহ ৫৩টি সাংগঠনিক থানার বিভিন্ন ওয়ার্ড এবং মহল্লার ১১০ স্থানে এবং দক্ষিণে মতিঝিল, বেইলি রোড, মালিবাগ, ডেমরা, সবুজবাগ, খিলগাঁও, ধানমন্ডি, শনিরআখড়া, বংশাল, কদমতলী, সূত্রাপুর, সদরঘাট, যাত্রাবাড়ী, হাজারীবাগ, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

সকালে উত্তরের মিরপুর অঞ্চলের উদ্যোগে মিরপুর-১, আনসার ক্যাম্প, ছাপাখানা ও মধ্য পাইকপাড়া বাজারে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেছেন, সরকার দেশে গণতন্ত্রের পরিবর্তে বাকশালতন্ত্র কায়েম করেছে। তারা কথিত নির্বাচনের নামে ভোটডাকাতির মহোৎসবের মাধ্যমে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু সচেতন জনগণ তাদের সে ষড়যন্ত্র কখনই বাস্তবায়ন হতে দেবে না। বরং স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাতানো, সাজানো ও নীলনকশার নির্বাচন প্রতিরোধ করবে। এই ভাঁওতাবাজির নির্বাচন প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

অসহযোগ আন্দোলনে সরকারকে সরানো হবে

0
blank

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছন, অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে। ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নেতাকর্মী নিয়ে এ কর্মসূচি পালন করেন।

তারা প্রেস ক্লাব এলাকায় সব শ্রেণি-পেশার মানুষের কাছে লিফলেট বিতরণ করেন। এসময় নেতাকর্মীদের নিয়ে তারা জনসাধারণের কাছে ‘ডামি নির্বাচন বর্জন’ ও অসহযোগ আন্দোলনে সহযোগিতার আহ্বান জানান।

কেউ ভোটকেন্দ্রে যাবেন না, অন্যকেও যেতে না বলুন

0
blank

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দলের ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার এবং আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

এসময় রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। যেটা ইতিমধ্যেই ডামি নির্বাচন হিসেবে উপাধি পেয়েছে।

বিএনপি অসহযোগ আন্দোলনের মানে বোঝে না

0
blank

চাঁদপুর: বিএনপির চলমান ‘অসহযোগ আন্দোলন’ নিয়ে শিক্ষামন্ত্রী এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপু মনি বলেছেন, বিএনপি অসহযোগ আন্দোলনের মানে বোঝে না। তাই জনগণকে তাদের সঙ্গে দেখা যায় না।

শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহ মুহাম্মদপুর ইউনিয়নে গণসংযোগকালে এ কথা বলেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ সময় আওয়ামী লীগের এই প্রার্থী আরও বলেন, ‘বিএনপি কার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করছে? কাকে নিয়ে করছে? অসহযোগ মানে তো নাশকতা নয়। অসহযোগ মানে কি ট্রেনে-বাসে নারী-শিশু পুড়িয়ে হত্যা করা? যারা এই সমস্ত নাশকতা করে, তারা অসহযোগ মানে বোঝে না। অসহযোগ করার সুযোগও নেই তাদের।’

তেজগাঁওয়ে বাসে আগুন

0
blank

রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার মোড়ে বিবিএস কেবলস কোম্পানির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পায় বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের গুদাম পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

এরপর তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৯টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

জামায়াতের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

0
blank

ঢাকা: সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২১ থেকে ২৩ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ২৪ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী মহাজোট সরকার ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগণ এ সরকারকে ভোট দেয়নি। অবৈধ স্বৈরাচারী সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য আবারো ২০১৪ ও ২০১৮ স্টাইলে প্রহসনের নির্বাচনের জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে। তারা আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা নির্বাচনের ফরমায়েশি তফসিল ঘোষণা করিয়েছে। দেশবাসী ঘৃণাভরে এই ফরমায়েশি তফসিল প্রত্যাখ্যান করেছে।

তিনি আরো বলেন, জনগণ স্বৈরাচারী সরকারের পাতানো ও তামাশার নির্বাচন বর্জন করে বিরোধীদলের সাথে ঐকমত্য পোষণ করেছে। জনগণ জামায়াতসহ বিরোধীদল ঘোষিত অবরোধ ও হরতাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এ সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে। আমরা সংসদ ভেঙে দিয়ে এবং পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য ২১ থেকে ২৩ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ২৪ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।

প্রহসনের নির্বাচন বর্জনের জন্য আমরা দেশবাসীর প্রতি নিন্মোক্ত আহ্বান জানাচ্ছি

১/ প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন।

২/ আওয়ামী লীগ ও প্রশাসনের চাপ, হুমকি, ভয়ভীতি অগ্রাহ্য করে সকল ভোটার ভাই ও বোনেরা নিজে ভোটদান থেকে বিরত থাকুন ও অপরকে বিরত রাখুন।

৩/ ভোট নেয়ার জন্য সরকারকে সহযোগিতা করা থেকে বিরত থাকুন

৪/ জালেম, স্বৈরাচার, ভোটাধিকার হরণকারী ও গণতন্ত্র ধ্বংসকারী তাঁবেদার সরকারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন।

৫/ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দেশ ও জাতিকে উদ্ধারের জন্য এগিয়ে আসুন।