Home জাতীয় অং সান সু চির বিজয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অং সান সু চির বিজয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

298
0

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের জাতীয় নির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের বিজয়ে এর চেয়ারপার্সন অং সান সু চিকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নিরঙ্কুশ বিজয়ে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এ বিজয়ের মধ্যদিয়ে আপনার প্রতি মিয়ানমারের জনগণের ভালবাসা, শ্রদ্ধা ও আস্থার প্রতিফলন ঘটেছে। আপনার অনুপ্রাণিত নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ সফল হয়েছে।

শেখ হাসিনা বলেন, মিয়ানমারের জনগণ একটি প্রকৃত পরিবর্তনের সপক্ষে তাদের বলিষ্ঠ রায় ঘোষণা করেছে, যে পরিবর্তনের জন্য তারা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিল। এই সুযোগে আমরা আমাদের ঐতিহাসিক বন্ধন ও একে অপরের দেশের জনগণের ও সংস্কৃতির বন্ধন পারস্পরিক স্বার্থে জোরদার করতে চাই।
তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে অংশীদার হতে ইচ্ছুক।

শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশবাসীর পক্ষ থেকে অং সান সুচি এবং মিয়ানমারের বিজয়ী জনগণকেও উষ্ণ অভিনন্দন জানান।

Previous articleমিয়ানমারের সাধারণ নির্বাচনে সু চির বিশাল জয়
Next articleসুনামগঞ্জে আব্দুল জহুর সেতুতে টোল আদায় বন্ধের দাবীতে মানববন্ধন