Home জাতীয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন (বিএসও) কার্যকরি কমিটি ঘোষণা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন (বিএসও) কার্যকরি কমিটি ঘোষণা

452
0

BSO UKআবদাল লন্ডন থেকে: পন্ডিতদের রাজধানী নামে খ্যাত অক্সফোর্ড। যেখান থেকে গণতন্ত্রের চর্চাকারীরা বেড়ে উঠে, সেই মেধাবীদের স্বপ্নভূমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যায়ের যুক্তরাজ্যের ১৮৯ বছরের ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন। সেই ইউনিয়নের হল থেকেই বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে কাজ করার তাগিদে এবং নতুন প্রজ্জমের জন্য সঠিক নেতৃতে পথ তৈরি করতে ঘোষিত হলো বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন (বিএসও) নামের এক ছাত্র সংগঠনের। শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিয়ন চেম্বার হলে লন্ডনের অধ্যায়রনত বিভিন্ন বিশ্ববিদ্যালের স্টুডেন্টদের উপস্থিতিতে এক আন্দনঘন সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ফাউন্ডার চেযারর্পাসন আতাউল্যাহ ফারুক বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন (বিএসও) এর কার্যকরি কমিটি ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ডা এস আই সাইদকে আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিব্বির আহমদ ওসমনী-কে সিনিয়র যুগ্ন আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালের ছাত্র মোহাম্মদ ইসমাইল ভূইয়াকে সদস্য সচিব করে ১৫৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি করা হয়।
বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন ইউকের সাধারণ সম্পাদক ও বিএসও এর প্রধান সমন্বয়কারী এস এইচ সোহাগের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানবির কুরাইশি, হ্যারিওটওয়াট ইউনির্ভাসিটির ছাত্র মাহমুদুল হাসান, সান্ডারল্যান্ড ইউনির্ভাসিটির ছাত্র মুজিবুর রহমান, হাটফোর্ডশার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুর রহমান, হাটফোর্ডশার বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমডি কাউছার, সান্ডারল্যান্ড ইউনির্ভাসিটির ছাত্র লুৎফুর রহমান, বিপিপি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবল আলম তোহা, ছাত্রী আজিজা ফেরদৌস রাখি সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ও ঘোষিত কমিটির সদস্য আবদুল্লা আল মামুন।
সভায় বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন (বিএসও) এর ফাউন্ডার চেযারর্পাসন আতাউল্যাহ ফারুক বলেন, বাংলাদেশকে দেশকে নিরক্ষর মুক্ত, সাধারণ মানুষকে স্ব্যাস্থ বিষয়ে সচেতনতা তৈরি করা, বাংলাদেশ এগিয়ে নেয়ার স্বার্থে তরুন প্রজ্জম্বকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, বাংলাদেশের যে কোন ক্লান্তিলগ্নে দেশের পাশে দাড়ানো লক্ষ্যে বিএসও কার্যকরী কমিটি। এই কমিটি যত দ্রুত সম্ভব বিভাগীয় পর্য়ায, জেলা পর্যায়, উপজেলা পর্যায়ে, বিশ্ববিদ্যায় পর্যায়ে শাখা কমিটি গঠন করার মাধ্যমে পুরো বাংলাদেশ বিএসও কার্যক্রম চালিয়ে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, তারিকুল ইসলাম, এস কে রাব্বি, আবদাল হোসেন, সাইফুর রহমান পারভেজ, শিপন আহমেদ, আফতাব আহমেদ, সুমন হোসেন, সালমান, আদর, এহসানুল হক, জুবেদা বরশা, নিহাত স্প্তু প্রমুখ।

কমিটির সকল সদস্যবৃন্দের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে।

Previous articleআন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছেন: নাসিম
Next articleজগন্নাথপুরে ৩৫ হাজার শিশু খেয়েছে ভিটামিন এ ক্যাপসুল