Home রাজনীতি অজানা আতঙ্কে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে সরকার- রিজভী

অজানা আতঙ্কে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে সরকার- রিজভী

1052
0

rijbi 02বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার অজানা আতঙ্ক থেকেই বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। প্রত্যয়দীপ্ত কণ্ঠে বলছি, এ অবৈধ সরকারকে অবিলম্বে সরে যেতে হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৮০ জনকে আটকের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আটক এ নেতাদের অবিলম্বে মুক্তিও দাবি করেন রিজভী।
সংবাদ সম্মেলনে ছিলেন, হাবিব-উন নবী খান সোহেল, যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

Previous articleআন্দোলনের হুমকি দিয়ে কিছু করতে পারবে না বিএনপি- খাদ্যমন্ত্রী
Next articleঅধ্যাপক গোলাম আযমের দাফন সম্পন্ন