Home আঞ্চলিক অজুখানায় নিয়ে মারধর করে বলাৎকার করলেন শিক্ষক!

অজুখানায় নিয়ে মারধর করে বলাৎকার করলেন শিক্ষক!

454
0

খুলনা : এবার অজুখানায় এক মাদরাসা ছাত্রকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে আলামিন (২৭) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। খুলনা নগরীর খালিশপুর থানা এলাকার খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক মাদরাসায় এ ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে থানায় মামলা করলে আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম জানান, গত ১ আগস্ট ওই ছাত্রের মা তার ছেলেকে খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক মাদরাসায় দেখতে গেলে ছেলের অবস্থা গুরুতর দেখতে পান। এ সময় ছেলের কাছ থেকে জানতে পারেন শিক্ষক আল আমিন গতরাতে তাকে মাদরাসার অজুখানায় নিয়ে মারধর করে বলাৎকার করেছে।

তিনি আরো জানান, এই ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে থানায় মামলা করলে আল আমিনকে গ্রেফতার করা হয়। শুধু এবারই নয় এর আগেও বেশ কয়েকবার আল আমিন এ কাজ করেছে বলে জানান এসআই শাহ আলম।

Previous articleসোনাগাজীতে মামলার বাদীকে কুপিয়ে হত্যা
Next articleবাংলাদেশ একটা কঠিন সময় পার করছে: মির্জা ফখরুল