Home বাংলাদেশের সংবাদ অনাচারে ন্যাচারাল গজব হয়ে আসে মশা: শামীম ওসমান

অনাচারে ন্যাচারাল গজব হয়ে আসে মশা: শামীম ওসমান

520
0

নিউজ ডেস্ক:  সাম্প্রতিক এডিস মশা ও ডেঙ্গু ভাইরাসের ব্যাপারে উদ্বিগ্ন না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যে দেশে তিন বছরের বাচ্চা ধর্ষণের শিকার হচ্ছে, সেই দেশে মশাকে আল্লাহ ন্যাচারাল গজব হিসেবে পাঠিয়েছে।

তিনি বলেন, পাপ করেছে কিছু লোক আর ভোগ করছে সমস্ত জাতি। তাই আমি বলবো তুমি তোমার মনকে স্বচ্ছ করো। তা না হলে আজকে এডিস মশা এসেছে কাল আরেকটি মশা আসবে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ফগার মেশিন ও মশক নিধন ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।
শামীম ওসমানের ভাষ্য মতে, ‘মশার উদ্ভব আসছে নমরুদের সময়। নমরুদ যখন অনাচার করছিলো দুনিয়াতে। একটা মশা এসে তার নাক দিয়ে ঢুকে গিয়েছিলো। ওই মশার নাম কি ছিলো আমি জানিনা। মশার অত্যাচারে সে তার মাথায় বাড়ি দিতে বলছিলো। মশা দিয়ে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন।’
Previous articleকৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সিলিং
Next articleঅর্থ ও প্রযুক্তি খাতে উদ্ভাবনী স্বীকৃতি পেলো ডিমানি