আলী আছগর ইমন, জগন্নাথপুর: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জগন্নাথপুর উপজেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার রাতে আবু হোরায়রা ছাদ মাস্টারকে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী ও প্রথম সদস্য সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে এ কমিটি ঘোষণা করা হয় বলে জানা যায়। তবে বিবদমান আক্তার ও কর্ণেল গ্রুপকে ঠেক্কা দিয়ে এ কমিটি ঘোষণার মাধ্যমে জগন্নাথপুরে বিএনপি’র রাজনীতিতে পরিবর্তন এসেছে। বিবদমান আক্তার ও কর্ণেল গ্রুপ ছাড়া আ.লীগের ঘাঁটি খ্যাত জগন্নাথপুরে সরকার দল আ.লীগের সামনে বিএনপি’র নতুন এ কমিটি রাজনৈতিক মাঠে দাঁড়াতে পারবে কি না এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলের নেতাকর্মীদের মধ্যে অনেকে। তবে নতুন এ কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার জগন্নাথপুরের রাজনৈতিক মাঠে প্রকাশ্যে কোন আনন্দ মিছিল ও সভা-সমাবেশ করতে দেখা যায়নি।
এদিকে- নতুন এ কমিটিকে প্রত্যাখান করেছেন বিবদমান আক্তার ও কর্ণেল গ্রুপ। যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক এম কয়ছর আহমদের প্রভাবে ল-নি টেলিফোনে এ পকেট কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে নতুন এ কমিটিকে প্রত্যাখান করে এবং তাদেরকে যে কোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছেন কর্ণেল গ্রুপের প্রধান জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, বিএনপি নেতা জাবেদ আলম কোরেশী, আক্তার গ্রুপের প্রধান জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র আক্তার হোসেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের ৪ বারের নির্বাচিত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক খান, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, বিএনপি নেতা মামুর আহমদ, সৈয়দ মোজাম্মিল আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাহেদুজ্জামান ছায়াদ, ছাত্রদল নেতা জাহেদ আহমদ প্রমূখ।