Home বিভাগীয় সংবাদ অবিলম্বে ছাত্রনেতা আব্দুর রউফকে নিঃশর্ত মুক্তি দিন: সিলেট ছাত্রদল

অবিলম্বে ছাত্রনেতা আব্দুর রউফকে নিঃশর্ত মুক্তি দিন: সিলেট ছাত্রদল

388
0

সিলেট: আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কতিপয় অতিউৎসাহী সদস্য কর্তৃক সিলেট জেলা ছাত্রদল নেতা ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফকে অন্যায়ভাবে গেরফতারের তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে আব্দুর রউফ সহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল বিরোধী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

শুক্রবার ছাত্রদল নেতা আব্দুর রউফ-এর মুক্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক রেজাউল করিম নাচন, জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রদল নেতা অর্জুন ঘোষ, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, জেলা যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পান্না প্রমুখ।

Previous articleবিএনপিকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রে করেছে সরকার: খালেদা জিয়া
Next articleজগন্নাথপুরে নিরাপদ সড়ক চাই কমিটির সভা