Home রাজনীতি অবৈধ সংসদে কেন এসেছেন: প্রশ্ন মতিয়ার

অবৈধ সংসদে কেন এসেছেন: প্রশ্ন মতিয়ার

504
0

ঢাকা: অবৈধ সংসদে কেন এসেছেন বলে বিএনপি সংসদ সদস্যদের কাছে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

রোববার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

বিএনপির সংসদ সদস্যদের কাছে প্রশ্ন রেখে মতিয়া চৌধুরী বলেন, এই সংসদে বসে বলবেন সংসদ অবৈধ। আবার সেই সংসদের সদস্য হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা নেবেন। এটা হয়না।

‘অবৈধই যদি হয়, তাহলে এসেছেন কেন? কেউ তো চরণ ধরে সংসদে আনেনি। অবৈধ বলবেন আবার সুযোগ-সুবিধা নেবেন। জলে নামবো, জল ছিঁটাবো, গা ভেজাবো না, এটা হয় না,’ বলেন তিনি।

সম্পূরক বাজেট সর্ম্পকে তিনি বলেন, আমি যখন কৃষিমন্ত্রী ছিলাম কিছুটা কিপটা, তাই খরচ কম করেছি। কিন্তু বিজ্ঞান চর্চায় খরচের কোনো কমতি ছিল না।

Previous articleরাজপথের আন্দোলনে বেগম জিয়াকে মুক্ত করা হবে: ব্যারিস্টার মওদুদ
Next articleরামপালসহ বিতর্কিত সব প্রকল্প স্থগিত করার দাবি টিআইবির