ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সম্মিলিত ইসলামি দলসমূহের নেতৃবৃন্দ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, ঘুষের মত একটি জঘন্য হারাম বিধানকে বৈধ ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী মন্ত্রিসভায় থাকার যোগ্যতা হারিয়েছেন ও মুসলমান থেকে খারিজ হয়েছেন। তার এই ইসলামবিরোধী কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দুর্নীতিবাজদেরকে আরো উস্কে দেবে। তারা অবিলম্বে আবুল মাল আবদুল মুহিতকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে তাকে গ্রেফতারের দাবি জানান। সংসদের চলতি অধিবেশনে মুরতাদদের শাস্তি সম্বলিত বিশেষ আইন প্রণয়ন করতেও সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শাইখ আবদুল মোমিন, শীর্ষ আলেমেদ্বীন রাবেতা আলম আল-ইসলামীর স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপিত মাওলানা মুহিউদ্দীন খান, মাওলানা মোহাম্মাদ ইসহাক, মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, মাওলানা আব্দুল লতিফ নেজামী, হাফেজ মাওলানা আতাউল্লাহ, অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ইসলামীক পার্টির চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়েরসহ শতাধিক শীর্ষ ওলামায়ে কেরাম।