Home জাতীয় অশুভ আঁতাতের কারণেই তারেক আজ নির্বাসিত: মির্জা ফখরুল

অশুভ আঁতাতের কারণেই তারেক আজ নির্বাসিত: মির্জা ফখরুল

489
0

Fokrul 06
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা স্বাধীনতা বিনষ্ট করতে চায় তাদের অশুভ আঁতাতের কারণেই তারেক রহমান আজ নির্বাসিত রয়েছেন। রোববার বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫০ম জন্মদিন উপলক্ষে ঢাকা বার মিলনায়তনে জাতীয়তাবাদী ঢাকা আইনজীবী শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বার শাখা সভাপতি অ্যাডভোকেট মহসীন মিয়া। ফখরুল আরো বলেন, গণতন্ত্রের রূপকার ছিলেন জিয়াউর রহমান। তিনি গণতন্ত্র রক্ষা করেছেন। খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। তার ছেলে তারেক রহমান গণতন্ত্রের পতাকা তুলে ধরেছেন।

Previous articleরায়ের বিরুদ্ধে আপিল করেছেন মাওলানা নিজামী
Next article৬৮ রানে বাংলাদেশে রজয়