বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা এবার বড় পর্দায় আসছেন নতুন রূপে। সোনাক্ষি অভিনীত নতুন ছবি ”ফোর্স টু” তে তাকে দেখা যাবে পুরোদস্তুর অ্যাকশন ভূমিকায়! এ ছবিতে সোনাক্ষির বিপরীতে অভিনয় করছেন আরেক জনপ্রিয় বলিউড অভিনেতা জন আব্রাহাম। জানা গেছে,২০১২ সালে মুক্তি পাওয়া আলোচিত ছবি ”ফোর্স” ছবির সিক্যুয়েল ”ফোর্স -২”। এ প্রসঙ্গে সোনাক্ষি বলেছেন,”অ্যাকশন ঘরানার এ ছবির জন্য আমাকে কুংফু ও ক্যারাটে শিখতে হয়েছে। এ ছবিতে আমাকে এমন কিছু অ্যাকশন দৃশ্যে কাজ করতে হয়েছে, যা দর্শক আগে কখনো দেখেনি।” অভিনয় দেও পরিচালিত এই ছবিটির শুটিং শুরু হয় চলতি বছরের শুরতে।
তবে জনের ইনজুরির কারণে মাঝে কিছুদিন এর শুটিং বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি আবারও ছবিটির শুটিং শুরু হয়েছে। এরইমধ্যে ছবির ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে ছবিটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়নি।