Home আইন অ্যাডভোকেট শিশির মনিরের বাসায় পুলিশি অভিযান

অ্যাডভোকেট শিশির মনিরের বাসায় পুলিশি অভিযান

681
0

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের বাসায় পুলিশ গিয়েছে। বৃহস্পতিবর সন্ধ্যা ৭টার পর একটি এসএমএস-এর মাধ্যমে অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন যে, তার মোহাম্মদপুরের বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য গিয়েছে। এরপর শিশির মনিরের মোবাইলে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।

তবে বিষয়টি অস্বীকার করেছেন তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার। তিনি বলেন, ‘এমন কোনো তথ্য আমার জানা নেই।’

জামায়াতের আরেক আইনজীবী অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম বলেন, ‘সন্ধ্যার দিকে ডিবি পুলিশ অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে বাসায় যাওয়ার পথে গাড়ি থেকে নামিয়ে শিশির মনিরের বাসায় নিয়ে যায়।’

Previous articleবৃদ্ধাশ্রম থেকে ছেলের উদ্দেশ্যে লেখা এক অসহায় বাবার চিঠি
Next articleবিনা খরচে জ্ঞানী হওয়ার শ্রেষ্ঠ জায়গা গণগ্রন্থাগার: অর্থমন্ত্রী