Home আন্তর্জাতিক আঁচল খসে পড়ায় আক্রমণের শিকার মুনমুন

আঁচল খসে পড়ায় আক্রমণের শিকার মুনমুন

791
0

ভারতের রাজনীতির ময়দানে ফের কুরুচিকর ও অশ্লীল আক্রমণ। ফের বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গের আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। সাংবাদিক সম্মেলনে তাঁর শাড়ির আঁচল খসে পড়াকেও ভোটের ময়দানে মুখোরোচক ইস্যু হিসেবে পেশ করা হচ্ছে।

আসানসোলে প্রচারে গিয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন মুনমুন সেন। ছিলেন মলয় ঘটক, জিতেন্দ্র তিওয়ারি, তাপস বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য তৃণমূল নেতারা। সেই সময় আঁচল সরে যায় মুনমুনের। এই নিয়েই জলঘোলা শুরু হয়েছে।

সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে মুনমুনকে ব্যক্তিগত আক্রমণের পথে হেঁটে বিজেপির একাংশ বলেছে, যিনি নিজের আঁচল সামলাতে পারেন না, তিনি একটা লোকসভা কী করে সামলাবেন? এই অভিযোগের তীব্র নিন্দা করেছে তৃণমূল।

Previous article২১ মার্চ থেকে ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু
Next articleগাইবান্ধায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত