ওয়াশিংটন: ইসলামিক স্টেটের কথিত খলিফা আবু বকর আল-বাগদাদি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় ‘গুরুতর আহত’ হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শুক্রবার ইরাকের মসুলে আইএসের সিনিয়র নেতাদের বহনকারী একটি সামরিক গাড়িবহরে হামলায় তিনি আহত হন বলে উপজাতীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সৌদি আরবের আল আরাবিয়া নিউজ চ্যানেল।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, শুক্রবার রাতে আইএসের সিনিয়র নেতারা মসুলের একটি স্থানে সমবেত হলে সেখানে বহুজাতিক বাহিনী বিমান হামলা চালায়। এতে আইএসের ১০টি সাঁজোয়া ট্রাক ধ্বংস হয়। তবে ওই হামলায় বাগদাদি আহত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে পারেনি পেন্টাগন। তবে আইএস সমর্থক একাধিক টুইটার বার্তায় বাগদাদির আহত খবর নাকচ করে দিয়ে বলা হয়েছে এটা মিথ্যা। বাগদাদি জীবিত এবং ভাল আছেন। টুইটার বার্তায় সমর্থকদের এ ধরনের সংবাদ কান না দেয়ারও আহ্বান জানানো হয়।