Home জাতীয় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

403
0

 

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় শনিবার অল্প সময়ের ব্যবধানে দু’টি সন্ত্রাসী হামলায় একজন প্রকাশককে হত্যা ও তিনজনকে গুরুতর আহত করার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির কোনো অবনতি হয়নি। সব দেশেই এ রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে বলে তিনি মন্তব্য করেন।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে। আনসারুল্লাহ, জেএমবি বা আইএসআইএল- যারা এটা করুক না কেন তারা যুদ্ধাপরাধী বা জামায়াত-শিবিরের লোক।

Previous articleনির্দোষ নেতা কর্মীদের গ্রেফতার করছে সরকার: জামায়াত
Next articleউপমন্ত্রী জয় নিজেই যুগ্ম সচিবের কক্ষ তছনছ করলেন