Home রাজনীতি আইসিইউ থেকে কেবিনে ওবায়দুল কাদের

আইসিইউ থেকে কেবিনে ওবায়দুল কাদের

510
0

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ আছেন। আজ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে এ তথ্য জানান।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাদেরের স্ত্রী এডভোকেট ইসরাতুন্নেসা কাদের, ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, আওয়ামীলীগ নেতা নাইমুজ্জামান মুক্তাসহ তার পরিবারের সদস্য ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।

সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

Previous articleস্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি পাঠিয়েছে বিজিবি
Next articleজিয়া ও খালেদা স্বাধীনতার ইতিহাস-বিকৃতির চেষ্টা করেছেন