Home আঞ্চলিক আওয়ামিলীগ নেতা অ্যাডভোকেট শফিকুল আলম আর নেই

আওয়ামিলীগ নেতা অ্যাডভোকেট শফিকুল আলম আর নেই

655
0

বিশেষ প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলার অলইতলী-কাতিয়া’র কৃতি সন্তান সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সহসভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেনে, এস.এ.ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সিলেট ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এডভোকেট শফিকুল আলম ছিলেন সুনামগঞ্জ জেলার এক আলোকবর্তিকা। তাঁর এ বর্ণাঢ্য জীবনে দেশ ও সমাজের জন্য অনেক কাজ করেছেন। শফিকুল আলম জগন্নাথপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

Previous article৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
Next articleপবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিব্বির আহমদ ওসমানী’র শুভেচ্ছা