Home রাজনীতি আওয়ামীলীগ সরকার জনগণকে ভোট দিতে দেয় না: হান্নান শাহ

আওয়ামীলীগ সরকার জনগণকে ভোট দিতে দেয় না: হান্নান শাহ

400
0

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, এই সরকার জনগণকে ভোট দিতে দেয় না, গণতন্ত্রের কোনো সংজ্ঞা মানে না। বেগম জিয়ার লন্ডন সফর নিয়ে সরকারের কর্তাব্যক্তিরা মিথ্যাচার করছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটা নতুন নয়, কারণ, তারা সব সময় এমন মিথ্যাচার করে জনগণকে প্রতারিত করে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে হান্নান শাহ এ অভিযোগ করেন। তিনি এ কৌশল ছেড়ে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন।

হান্নান শাহ বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ইউনিয়ন পর্যন্ত দখল করে শতভাগ বাকশাল কায়েমের কূটকৌশল করছেন। ওলামা দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি মুখপাত্র আসাদুজ্জামান রিপন, এহসানুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous articleদুর্গাপূজার বরাদ্দকৃত চাল নিয়ে সংঘর্ষ: যুবলীগের হামলায় আহত ৫
Next articleখোকার ১৩ বছরের কারাদণ্ড: সম্পত্তি ক্রোকের নির্দেশ