Home জাতীয় আওয়ামী লীগের বিদায়ের অপেক্ষায় আছি: এরশাদ

আওয়ামী লীগের বিদায়ের অপেক্ষায় আছি: এরশাদ

474
0

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগের বিদায়ের অপেক্ষায় আছি। কারো মুখে আওয়ামী লীগের প্রশংসা নেই। সবাই চায় আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাক। রোববার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরশাদ আরো বলেন, বিদেশীদের রেড এলার্ট লজ্জাজনক। বিদেশীদের নিরাপত্তায় বিজিবি মোতায়েনকে অশুভ লক্ষণ। এর মাধ্যমে স্বস্তি ফিরে আসবে না। দেশে কোনো গণতন্ত্র নেই দাবি করে সাবেক রাষ্ট্রপতি বলেন, এটা কিসের গণতন্ত্র। এটা প্রাণহীন গণতন্ত্র। দেশে নিরাপত্তা নেই, সুশাসন নেই। দলীয়করণ করে দেশকে মেধাশূন্য করে দেয়া হচ্ছে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে কোনো দলীয়করণ করেনি। সুশাসন প্রতিষ্ঠার জন্য আরও একবার ক্ষমতায় আসার প্রত্যাশা ব্যক্ত করেন এরশাদ।

Previous articleষড়যন্ত্রকারীরা যেকোনো মুহূর্তে আঘাত হানতে পারে: খাদ্যমন্ত্রী
Next articleছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন