Home বিশেষ সংবাদ আওয়ামী লীগের সম্মেলনে না গিয়ে খালেদা জিয়া ঠিক কাজ করেছেন: কাদের সিদ্দিকী

আওয়ামী লীগের সম্মেলনে না গিয়ে খালেদা জিয়া ঠিক কাজ করেছেন: কাদের সিদ্দিকী

878
0

ঢাকা: বঙ্গবীর কাদের সিদ্দিীকী বলেছেন, আওয়ামী লীগের সম্মেলনে খালেদা জিয়া না গিয়ে ঠিক কাজ করেছেন। তিনি গেলে তাকে কথা বলতে দেয়া হতো না। এমনকি তাকে বসতেও দেয়া হতো না। তার জন্য একটা চেয়ারও থাকত না। তিনি সোমবার জাতীয় প্রেসক্লাবে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় একথা বলেন।
তিনি আরো বলেন, বি চৌধুরী এবং আ স ম আবদুর রবও আওয়ামী লীগের সম্মেলনে গিয়েছিলেন। তারা শুভেচ্ছা বক্তব্যও রাখতে পারেননি। অথচ বলা হচ্ছে, বিদেশীরা সরকারের অনেক প্রশংসা করেছেন। দুর্ভাগ্য দেশের কোনো রাজনৈতিক দল শুভেচ্ছা বক্তব্যও জানাতে পারেননি। কিন্তু বিদেশীরা ঠিকই বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন।

Previous articleসিকৃবি’তে দীপাবলী পালিত
Next articleচরদখলের মতো ভোট কেন্দ্র দখলের মহোৎসব চলছে: রিজভী