Home জাতীয় আওয়ামী লীগে কোন পকেট কমিটি চলবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগে কোন পকেট কমিটি চলবে না: ওবায়দুল কাদের

472
0

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতাদের নয় জনগনকে খুশি করতে হবে। জনগনই তাদের ভোটের মাধ্যমে আমাদের ক্ষমতায় পাঠায়। তিনি বলেন, সিলেটসহ সারাদেশে আওয়ামী লীগে কোন পকেট কমিটি চলবে না। প্রতিটি স্থানেই প্রকাশ্যে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি দেওয়া হবে। বুধবার ঐতিহাসিক সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ’র সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

Previous articleএফবিসিসিআই নির্বাচন হাইকোর্টে স্থগিত
Next articleআওয়ামীলীগ ক্ষমতা টিকে রাখতেই জঙ্গিবাদ সৃষ্টি করছে: ব্যারিস্টার মওদুদ