Home জাতীয় আগস্ট মাস আসলেই অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে: কাদের

আগস্ট মাস আসলেই অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে: কাদের

524
0

ঢাকা : ‘আগস্ট মাস আসলেই অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে। এই শোকের মাসেও বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে। আগস্ট আসলেই সেই ৭১’র পরাজিত শক্তি তাদের ষড়যন্ত্র শুরু করে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি এ নির্দেশনা আমাদের নেতা-কর্মীদের পৌঁছে দিচ্ছি।’

সোমবার (৫ জুলাই) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে তার কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, আগস্ট মাসে এসেছে, আগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি, ডেঙ্গু মোকাবেলা বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং আগস্টের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে।

Previous articleচট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেফতার
Next articleআশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন