আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ করবে ছাত্রশিবির

0
488

ঢাকা: শিবির নেতা তহুরুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতার ও জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আগামীকাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, গত ২৯ অক্টোবর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাজানো রায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মিছিলে পুলিশ নির্বিচার গুলি বর্ষণ করে। এতে তহুরুল ইসলামের বুকে একটি ও পেটে দুটি গুলি লাগলে তিনি মারাত্মক আহত হন। চিকিৎসাধিন থাকা অবস্থায় গতকাল সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তহুরুল ইসলামের হত্যাকারী পুলিশ সদস্যের বিচারের দাবি ও অবিচারের শিকার জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আগামীকাল ১৫ নভেম্বর শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালনের আহবান করছি। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহায়তার জন্য আহবান জানাচ্ছি।