নিউজ ডেস্ক: আগামী বছর একটি সিরিজের মধ্য দিয়ে ভারত-পাকিস্তান তাদের ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপিত করতে যাচ্ছে। ভারতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার আব্দুল বাসিত গতকাল এ কথা জানান। তিনি বলেন, ২০২২ সাল পর্যন্ত দেশ দুটি ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘এ বিষয়ে ইতোমধ্যেই কাজ শেষ করা হয়েছে।’ পাকিস্তানী হাইকমিশনার বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান দুই সপ্তাহ আগে ভারত সফর করেছেন।
তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী বছর প্রথম সিরিজ অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যকার প্রথম সিরিজ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। ২০০৮ সালে মুম্বাইতে সমন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক স্থগিত করে ভারত। হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে বলে অভিযোগ করে আসছে নয়া দিল্লি।