Home রাজনীতি আজারবাইজানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আজারবাইজানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

478
0
ফাইল ছবি

চার দিনের সরকারি সফরে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে সে দেশে গেছেন তিনি।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে বাকুর হায়দার আলিয়েভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে বাকুর হোটেল হিল্টনে নেয়া হয়। আজারবাইজান সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৪টায় বাকুর উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলন ২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে হবে।
আজ শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানস্থলে আজারবাইজানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং স্পিকার অতিথিদের অভ্যর্থনা জানাবেন।
পরে প্রধানমন্ত্রী কেন্দ্রের লাঞ্চন হলে পূর্ণাঙ্গ অধিবেশনে প্রতিনিধিদলের প্রধানদের জন্য দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। সন্ধ্যায় হায়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Previous articleশাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষা: সিলেটের তরুণদের এক ব্যতিক্রমী আয়োজন
Next articleশাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার