Home বিভাগীয় সংবাদ আতিয়া মহলের নিচতলা থেকে চারটি মরদেহ উদ্ধার: ব্রিফিংয়ে সেনাবাহিনী

আতিয়া মহলের নিচতলা থেকে চারটি মরদেহ উদ্ধার: ব্রিফিংয়ে সেনাবাহিনী

587
0

নিজস্ব প্রতিবেদক: সিলেটের শিববাড়ি এলাকার আতিয়া মহলের নিচতলায় চারটি মরদেহ পাওয়া গেছে। এর মধ্য থেকে দুটি মরদেহ উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়েছে।  সোমবার সন্ধ্যায় সিলেটে এক প্রেস ব্রিফিং সেনাবাহিনী এসব তথ্য জানায়।

প্রেস ব্রিফিং বলা হয়, কোনো ক্ষয়ক্ষতি ছাড়া সুন্দর ও সফলভাবে আজকের অভিযান শেষ হয়েছে। দিনব্যাপী অভিযান চালানো হয়েছে। নিচতলা থেকে চারটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যর ছিল ওই ভবনের নিচ তলায় চারজন আছেন। এর মধ্য তিনজন পুরুষ এবং একজন নারী। আমরা দুটো মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। বাকি দুটি মরদেহে আত্মঘাতী বেল্ট লাগানো আছে। পুরো ভবনে যে পরিমাণ বিস্ফোরক আছে তাতে পুরো ভবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেখে শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রেস ব্রিফিং বলা হয়, তারা (ওই ভবনের নিচ তলায় যারা ছিলেন) অত্যন্ত প্রশিক্ষিত। এটা সেনাবাহিনীর বিশাল সফলতা। আমাদের অপারেশন চলমান আছে। প্রেস ব্রিফিংয়ে পরিচয় জানানো হয়নি। ধারণা করা হচ্ছে ওই ভবনের নিচতলায় আর কেউ জীবিত নেই।

Previous articleসরাসরি টুরিস্ট ভিসার নিয়ম শিথিল করল ভারত
Next articleবিএনপির মদদেই জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে: খাদ্যমন্ত্রী