সিলেটের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেছেন, আদর্শ সুনাগরিক গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা সাংস্কৃতিক চার্চার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাম কুড়াতে পারে। খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে শিক্ষাথীদের মনের জড়তা কাটে। এতে শারীরিক ও মানসিক বিকাশ হয়। বিশেষ করে একজন শিক্ষার্থী খেলাধুলার মাধ্যমে নিজের পরিচয়কে বড় করে তুলতে পারে। একজন ভালো খেলোয়াড় ও ভালো শিল্পী দেশের জন্য গৌরর। রসময় মেমোরিয়েল উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার বেলা ১১টার সময় রসময় মেমোরিয়েল উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শিক্ষা ও আইসিটি সিলেট বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মো ঃ মিরাজুল ইসলাম উকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গির আলম। মিসেস তাহমিনা পারভীন ও কামাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রসময় মেমোরিয়েল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনা কমিটির সভাপতি অঞ্জলি প্রভা চৌধুরী, শারিরিক শিক্ষা শিক্ষক ও সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।