ঢাকা: আন্তর্জাতিক ফাইনান্স করপোরেশন আইন ২০১৫ এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমসহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড আইন ২০১৫ এর নীতিগত অনুমোদনও দেয়া হয়ে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূঁইঞা।