Home জাতীয় আন্তসংযোগকে বাংলাদেশ বৃহৎ পরিসরে চিন্তা করে: শেখা হাসিনা

আন্তসংযোগকে বাংলাদেশ বৃহৎ পরিসরে চিন্তা করে: শেখা হাসিনা

878
0

Hasina
নেপাল: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সার্কের সকল সিদ্ধান্ত হতে হবে ফলপ্রসূ। সার্ক দেশসমূহের মধ্যে আন্তসংযোগের বিষয়টি বাংলাদেশ বৃহৎ পরিসরে চিন্তা করে। সড়ক, রেল, সংস্কৃতি, জ্ঞানবিজ্ঞান, নতুন প্রজন্মের চিন্তা ভাবনাকে পরাস্পারিক যোগাযোগের মাধ্যমে বিস্তার ও সমৃদ্ধ করা যায় বলে আমরা বিশ্বাস করি। ‘শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর সংযোগ’ প্রতিপাদ্য ধরে কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সকল ধরনের সহযোগিতা বাংলাদেশের পক্ষ থেকে করা হবে। বাংলাদেশ চায় সার্ক একটি গতিশীল ও কার্যকর জোটে পরিণত হোক। সার্ক সম্মেলনে এখন চলছে সরকার প্রধানদের বক্তব্য। চলবে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। সবারে শেষে বক্তব্য রাখবেন সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা। মহাসচিবের বক্তব্যের পরেই বক্তব্য রাখবেন সার্কের পর্যবেক্ষক সদস্য দেশসমূহ থেকে আগত প্রতিনিধিরা।

Previous articleলতিফকে নিয়ে লুকোচুরি খেলার পরিণাম ভয়াবহ হবে: জামায়াত
Next articleপুরো প্যাকেট না কিনলে আর মিলবে না সিগারেট!