Home ঢাকা আন্দোলনের মুখে বিএসএমএমইউ’র চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া স্থগিত

আন্দোলনের মুখে বিএসএমএমইউ’র চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া স্থগিত

702
0

ঢাকা : অনিয়মের অভিযোগে আন্দোলনের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ মে)  দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ ঘোষণা দেন। তবে নিয়োগ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেট নেবে বলে জানান তিনি। এদিকে ভিসির আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরতরা তাদের কর্মসূচি স্থগিত করেছে।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নিয়োগ বাতিল ও উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বেলা এগারোটায় ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনরত চিকিৎসকরা। গত কয়েক দিন ধরে চলমান বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বেশ কয়েকজন স্বাচিপ নেতাও যোগ দেন। ভিসি কার্যালয়ে যেতে বাধা দেয়ায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। অভিযোগকারীরা বলেন, লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। টাকার বিনিময়ে প্রশ্ন দেয়া হয়েছে। চরম নিয়োগ বাণিজ্য চলেছে।
পরে ভিসির রুমে ঢুকে শ্লোগান দিতে থাকেন তারা। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে দুপুর দেড়টা নাগাদ নিয়োগ পরীক্ষা স্থগিত করেন উপচার্য। অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আপাতত বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সিন্ডিকেটের মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
Previous articleনেত্রকোনায় ভাতিজার হাতে চাচা খুন
Next articleএবার সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: শিক্ষামন্ত্রী