Home রাজনীতি আন্দোলনের হুমকি দিয়ে কিছু করতে পারবে না বিএনপি- খাদ্যমন্ত্রী

আন্দোলনের হুমকি দিয়ে কিছু করতে পারবে না বিএনপি- খাদ্যমন্ত্রী

541
0

Kamrul 04ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপি-জামায়াত জোটের সব ষড়যন্ত্রের মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির বিরুদ্ধে মৌলবাদী ও জঙ্গিবাদী শক্তি এক হয়েছে- এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবাইকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। শেখ হাসিনা বাঁচলে আমরা বাঁচবো। ওদের টার্গেটই শেখ হাসিনা। বিএনপি ও জামায়াত আলাদা নয়। এই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভার তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটছেলে শেখ রাসেলের ৫০তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, জোটের কেন্দ্রীয় নেত্রী অভিনেত্রী অরুনা বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ ।
কামরুল ইসলাম বলেন, আন্দোলনের হুমকি দিয়ে কিছু করতে পারবে না বিএনপি। ২০১৩ সালের মতো সহিংস অবস্থানে যাওয়ার চেষ্টা করলে কোনো অবস্থাতেই তাদের ছাড় দেয়া হবে না। তিনি বলেন, সংলাপের আহ্বান আর আন্দোলনের কথা -এই ভাঙ্গা ক্যাসেট আমরা আগামী চার বছর এক মাস শুনবো। বিগত ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত শুনেছি। এই ভাঙ্গা ক্যাসেট শুনতে শুনতেই আমাদের মেয়াদকাল উত্তীর্ণ হবে। বিএনপি কোনো আন্দোলন করতে পারবে না।
কামরুল ইসলাম বলেন, আন্দোলন করতে আদর্শবান কর্মী লাগে। তাদের আসল চরিত্র আমরা ২০১৩ সালের শেষের দিকে দেখেছি। কাজেই আমাদের সজাগ থাকতে হবে। আবার যদি তারা আগের রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করে- কোনো অবস্থাতেই আর ছাড় নয়।

Previous articleগোলাম আযমের বাসায় জামায়াত নেতা-কর্মীদের ভিড়
Next articleঅজানা আতঙ্কে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে সরকার- রিজভী