Home প্রযুক্তি আপাতত চালু হচ্ছে না ফেইসবুক: তারানা হালিম

আপাতত চালু হচ্ছে না ফেইসবুক: তারানা হালিম

866
0

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন আপাতত চালু করা হচ্ছে না ফেইসবুক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থেই ফেইসবুক বন্ধ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য রয়েছে ফেইসবুকের মাধ্যমে সন্ত্রাসীরা নাশকতা সৃষ্টি করতে পারে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেই খুলে দেয়া হবে ফেইসবুক। বেসরকারী একটি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

Previous articleপ্রাণভিক্ষার আবেদনের অপেক্ষায় আছি: স্বরাষ্ট্রমন্ত্রী
Next articleঢাকার পথে খালেদা জিয়া