
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় দুইজন নিহত হয়েছেন বলে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বিদেশী নাগরিকদের আবাসিক এলাকায় মঙ্গলবার ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদিক্কি জানিয়েছেন।
তিনি বলেন ওই আবাসিক এলাকায় প্রবেশ পথে রাখা একটি ছোট ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হামলায় ন্যাটোর কোনো সদস্য হতাহত হয়নি বলে জানা গেছে। সূত্র: এএফপি