Home বাংলাদেশের সংবাদ আবরার হত্যায় ছাত্রলীগের ৪ নেতাসহ আটক ৯

আবরার হত্যায় ছাত্রলীগের ৪ নেতাসহ আটক ৯

458
0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক সরকার, ক্রীড়া সম্পাদক ও নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেফতাহুল ইসলাম জিয়ন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন, তানভীরুল আ‌বে‌দিন ইথান, জে‌মি, মুন্না, রবিনকে আটক করা হয়েছে। আরেকজনের নাম জানা যায়নি।

উল্লেখ্য, রোববার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। বাড়ি কুষ্টিয়া শহরে।

Previous articleসম্রাটের গ্রেফতারে জাদু আছে: মান্না
Next articleপেঁয়াজ মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বাণিজ্যমন্ত্রী