Home বিনোদন আবারও চমকে দিলেন দীপিকা

আবারও চমকে দিলেন দীপিকা

1405
0

বিনোদন ডেস্ক: বলিউড মাতিয়ে হলিউডেও তিনি কাজ করছেন সফলভাবে। প্রথম হলিউড ছবি ‘এক্সএক্সএক্স’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার কোনও শেষ নেই। এরই মধ্যে আবারও চমকে দিলেন দীপিকা। প্রমাণ করে দিলেন তিনি প্রকৃতই মস্তানি। কেবল হলিউড মেনস্ট্রিমে কাজ করার বাইরেও তিনি এবার ইরানি আর্টফিল্মে কাজ করছেন বলে জানা গেছে। সম্প্রতি মুম্বাইয়ের ধোবি ঘাটে দীপিকাকে দেখা গেছে গ্রাম্য ভারতীয় মেয়ের পোশাকে। তথাকথিত বলিউডি চাকচিক্যর বাইরে গিয়ে দীপিকার এমন রূপ সচরাচর দেখা যায় না।
অন্যদিকে ইরাকের বিখ্যাত পরিচালক মজিদ মজিদির ছবিতে দীপিকার কাজ করাকে কেন্দ্র করেও সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনাও দেখা গেছে বিস্তর। ছবির কাস্টিং ডিরেক্টর হানি ত্রেহান আগেই জানিয়ে দিয়েছিলেন, পরিচালক মজিদ মজিদির আগামী ছবি ভারতবর্ষের প্রেক্ষাপটে তৈরি হবে। মুম্বাই, কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এই ছবির শুটিং হবে বলে জানিয়েছিলেন তিনি।

Previous articleমার্কিন নির্বাচন: দেশপ্রেমের জয়
Next articleকয়েদির অভাবে বন্ধ হচ্ছে কারাগার