Home বিনোদন আবারও নগ্ন হলেন মাইলি সাইরাস

আবারও নগ্ন হলেন মাইলি সাইরাস

428
0

বিনোদন ডেস্ক: নগ্ন হয়ে খবরের শিরোনাম হওয়াটাকে নিত্য দিনের ঘটনায় পরিণত করেছেন মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাস। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চের পেছনে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হন তিনি। মার্কিন ফ্যাশন ম্যাগাজিনে ভি-তে ছাপা হয়েছে নগ্ন মাইলির ছবি। অগাস্ট মাসে তোলা ছবিটিতে হাসিমুখে চেয়ারে বসে থাকতে দেখা যায় নগ্ন মাইলিকে।

এর আগে পেপার ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য নগ্ন হয়েছিলেন মাইলি। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের সঞ্চালকের দায়িত্ব পালনকালে খোলামেলা পোশাকে আবির্ভুত হয়ে আলোচনার ঝড় তোলেন। বিশেষ করে অনুষ্ঠানটির রেড কার্পেটে এমন একটি পোশাকে হাজির হন তিনি, যাতে ২২ বছর বয়সী এই তারকার উধ্বর্াঙ্গ প্রায় উন্মুক্ত হয়ে পড়েছিল। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই খোলামেলা ছবি দেন মাইলি।

Previous articleবেগম খালেদা জিয়াকে সাজা ভোগ করতেই হবে: খাদ্যমন্ত্রী
Next articleদেশটাকে তছনছ করতে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন দিচ্ছে সরকার: শাহ মোয়াজ্জেম হোসেন