Home বিনোদন আবার কেয়া

আবার কেয়া

2919
0

বিনোদন ডেস্ক: জনপ্রিয় নায়িকা কেয়া ২০১৫ সাল জুড়েই আলোচনায় ছিলেন তার অভিনীত ‘ব্ল্যাক মানি’ ছবি নিয়ে। সফল পরিচালক সাফি উদ্দিন সাফির এই ছবিটি ভালো ব্যবসা করেছে। ছবিতে কেয়ার বিপরীতে ছিলেন হ্যান্ডসাম নায়ক সাইমন সাদিক। ছবিটি গেল বছর ৭ আগস্ট মুক্তি পায়। এবার নতুন বছরে নতুন আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন কেয়া। ছবির নাম ‘প্রেম প্রজাপতি’। জুয়েল কবিরের কাহিনী ও সংলাপে নতুন এ ছবিটি পরিচালনা করবেন এমদাদুল হক খান। ছবিতে কেয়ার চরিত্রের নাম আল্পনা। শহুরে এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। আগামী ১০ই ফেব্রুয়ারি কক্সবাজারে একটি গানের মাধ্যমে এ ছবির শুটিং শুরু হবে। কেয়ার বিপরীতে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন।

Previous articleগাংনীতে ইউপি সদস্যের ওপর বোমা হামলা
Next articleপ্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী সরকার অবৈধ: মির্জা ফখরুল