আমরা আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ: খালেদা জিয়া

0
497

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ মাঠে গিয়ে ভোট চাচ্ছে আর আমরা ঘরে বসেও সমাবেশ করতে পারব না এটাতো কখনও হতে পারে না। স্বাধীন দেশ আওয়ামী লীগের জন্য আজকে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। কাজেই আওয়ামী লীগের শৃঙ্খলমুক্ত হতে হবে।

তিনি বলেন, বিনা ভোটের পার্লামেন্ট ভেঙে দিতে হবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। রোববার সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেত্রী।

আওয়ামী লীগ সবসময় সত্যকে গোপন করে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, সবসময় বিএনপি এবং মুক্তিযোদ্ধাদের নাম শুনলে তাদের মাথা খারাপ হয়ে যায়। সবার দাবি, অবাধ সুষ্ঠু নির্বাচন। আমাদের দাবি হচ্ছে, আওয়ামী লীগ ও হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।