Home জাতীয় আমরা বিজয়ী জাতি, আমরা পিছিয়ে থাকব না: প্রধানমন্ত্রী

আমরা বিজয়ী জাতি, আমরা পিছিয়ে থাকব না: প্রধানমন্ত্রী

374
0

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা এই বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন। যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন। সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। ছোট সোনামণিদের মনে রাখতে হবে, আমরা বিজয়ী জাতি। কোনোদিক থেকে আমরা পিছিয়ে থাকব না। আমরা এগিয়ে যাব। শনিবার মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সেখানে শিশু-কিশোরদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে কুচকাওয়াজ পরিদর্শন করছেন।

শিশুদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, বিশ্বে আমাদের অবস্থান যাতে আরও সুদৃঢ় হয় আত্মমর্যাদাশীল হয় সেভাবে আমরা দেশকে গড়ব। তোমরা সোনামণিরাই নিজেদের গড়ে তুলবে। আজ তোমরা ছাত্রছাত্রী, কিন্তু আগামী দিনে তোমরাই কর্ণধার হবে। তোমরাই এ দশ পরিচালনা করবে। তোমরাই তো আমাদের মতো মন্ত্রী, প্রধানমন্ত্রী হবে। তিনি শিশুদের পড়ালেখা, খেলাধুলা, সংস্কৃতিচর্চা করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য পরামর্শ দেন।

Previous articleকুশিয়ারার ভাঙ্গনে বিলীন হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জগন্নাথপুরের রানীগঞ্জ বাজার
Next articleহারানো গণতন্ত্র ফিরে পাওয়ার শপথ নিতে হবে: মির্জা ফখরুল