আর্ত মানবতার সেবায় রোটারিয়ানরা নিবেদিত: ড. মির শাহ আলম

0
489

সিলেট: রোটারী ক্লাব অব সিলেট নিউ সিটির প্রেসিডেন্ট, বাংলাদেশ বেতার এর পরিচালক (শিক্ষা) রোটারিয়ান ড. মির শাহ আলম বলেছেন, আর্ত মানবতার সেবায় রোটারিয়ানরা সব সময় নিবেদিত। তারা সমাজের বঞ্চিত, নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত থাকলে অসহায় মানুষের সংখ্য দিন দিন কমতে থাকবে।  শনিবার নগরীর লন্ডনী রোডস্থ একটি বাসায় সাপ্তাহিক বৈঠকে জকিগঞ্জ উপজেলার মনীষীপুর গ্রামের একরাম আহমদ এর ছেলে তানভীর আহমদ নামক একজন মুমূর্ষু রোগীকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ক্লাব এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান জাকির আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান এডভোকেট শেখ মকলু মিয়া, রোটারিয়ান শাহাদাত হোসেন মজুমদার, রোটারিয়ান আব্দুর রশীদ তালুকদার, রোটারিয়ান অধ্যাপক মোঃ বদরুল আলম, রোটারিয়ান গোলাম আজাদ, রোটারিয়ান শেখ সেলিম আহমদ, রোটারিয়ান ড. মিসবাহুল ইসলাম, রোটারিয়ান জুবায়দা ফেরদৌসী চৌধুরী, রোটারিয়ান মঈন উদ্দিন আহমদ ভুইয়া রুবেল, রোটারিয়ান ইশফাক আহমদ চৌধুরী, রোটারিয়ান মোঃ আব্দুল খালেক, রোটারিয়ান খালেদ কাজিম, রোটারিয়ান মোঃ শামসুল আলম, রোটারিয়ান কবি লাভলী চৌধুরী, রোটারিয়ান আলমগীর হোসেন, রাঙ্গামাটি আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক ফখরুল আলম, সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক সারওয়ার আহমদ প্রমুখ। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট নিহতদের রূহের মাগফেরা কামনা করে দোয়া করা হয়।