Home জাতীয় আলেম সমাজের শত বছরের দাবির প্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

আলেম সমাজের শত বছরের দাবির প্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

943
0

ঢাকা: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির বিষয়গুলোও পড়ানো হবে। যেন এখান থেকে ডিগ্রিধারীরা বিজ্ঞ আলেম হওয়ার পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদও হতে পারেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার ঢাকার ধানমন্ডিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে আলোচনা সভায় এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আলেম সমাজের শত বছরের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ইসলামের তথাকথিত ধারক বাহক পাকিস্তানি শাসকেরা তাদের দুই যুগের শাসনামলে আলেম সমাজের এই যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখায়নি। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলাম চলে যাবে বলে দেশের যেসব রাজনৈতিক দল অপপ্রচার চালায়, তারাও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেনি। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে।

উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মুনিরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এ এম বাহাউদ্দীন, মহাসচিব শাব্বির আহামদ মোমতাজী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালউদ্দিন, এ এস মাহমুদ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম সাইফুল্লাহ আলোচনায় অংশগ্রহণ করেন।

Previous articleবুয়েটের ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর
Next articleমহাজোটের ছত্রছায়ায় দখল ও চাঁদাবাজি চলছে: তথ্যমন্ত্রী